Survey Job কি?কিভাবে Survey Job শুরু করবেন A-Z Tutorials

Survey Job ইনকাম এর সিরিজ এ আপনাকে স্বাগতম। কিভাবে অনলাইন এ ইনকাম করবেন।Survey Job এমন একটি কাজ যে কাজ করে আপনি প্রতিদিন কমপক্ষে ৫-১০$ অনায়াসে ইনকাম করতে পারবেন।আমরা যারা  ঘরে বসে আছি আমরা চাইলেই অল্প সময় ব্যয় করে আমরা Survey Job কাজ করতে পারি।

Survey Job কি?


বর্তমান সময়ে ইনকাম করার জন্য অনেক উপায় রয়েছে তার মধ্যে সাজবে অন্যতম।বর্তমানে অন্য সব কাজের মত Survey Job এর চাহিদাও বাড়ছে। অনেকেই আছেন যারা Survey কাজ করে নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হয়েছেন।

আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকে সে ক্ষেত্রে আপনার লেখাপড়ার পাশাপাশি এই Survey Job কাজটা করতে পারেন।

Survey Job করতে কি কি লাগে।


Survey Job করতে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সে জিনিসের আইপি বা ভিপিএস।ডিপিএস এর প্রাইস সাধারণত 3000 টাকার মত হয়ে থাকে ভাইয়ের কম হয়ে থাকে আর অন্যদিকে আইপি দাম হয়ে থাকে মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যে।

Survey Job
  • পিসি বা ল্যাপটপ অথবা ফোন থেকেও এই কাজটা করতে পারবেন
  • USA Real SSN/আমেরিকান একটি ঠিকানা।
  • USA Number Verification
  • মোটামুটি ইংলিশ জানতে হবে

উপরের জিনিসগুলো থাকলেই আপনি অনলাইনে Survey Job কাজ করতে পারবেন।

Survey Job আসলে কাজটা কি?


Survey এর কাজ হচ্ছে জরিপ করা।অর্থাৎ কোন কিছুকে জরিপ করাকেই Survey Job বলে।

Survey থেকে কত টাকা ইনকাম করা যায়?


Survey Job কাজে আপনি প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা টাইম দেন তাহলে আপনি প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকার মত ইনকাম করতে পারবেন।

কিন্তু এর বেশিও হতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে

কিভাবে Survey Job কাজ শুরু করবেন?


Survey Job এর প্রথম শর্ত হচ্ছে Residential IP/VPS। Survey Job কাজ কিন্তু বাংলাদেশ থেকে করতে পারবেন না। কারণ বাংলাদেশে এটি এলাও করে না।

তাই বাংলাদেশ থেকে অথচ চেষ্টা করে আপনার সময় নষ্ট করবেন না।

কোন কোন ওয়েবসাইটের Survey Jobর কাজ করবেন?


Swagbucks

আমি কোন একসময় Survey Job তে কাজ করতাম তখন আমি প্রথম এই সাইটে কাজ করেছিলাম। মাঝে মাঝে এখান থেকে আমার প্রতিদিন ইনকাম হচ্ছে ১০ থেকে ১৫ ডলার।

SurveyJunkie

সার্ভিস সাইটের ভিতরে সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে-Survey Job জানকি। এটি এমন একটি সাইট যেখান থেকে আপনি প্রতিদিন অনায়াসে চোখ বুজে 5 থেকে 10 ডলার ইনকাম করতে পারবেন। এটা থেকে পেমেন্ট নিতে হলে আপনাকে আমেরিকান একটি ব্যাংক একাউন্ট লাগবে। ঝামেলার কিছু নেই আপনি অনেক কম দাম দিয়ে আপনি আমেরিকান ব্যাংক কিনতে পারবেন।

অনেকে ভাবতে পারে আমি এই ব্যাংকের ডলার গুলো কিভাবে আমি সেল করব। আসলেই এ ডলারের বর্তমান চাহিদা অনেক। আপনি চাইলে অনেক জায়গায় ডলার সেল করতে পারবেন।

Mypoint 

এই ওয়েবসাইটটি অন্যতম একটি সাইট। এটার ভালো দিক হচ্ছে আপনি ডিসকোয়ালিফাই হলো আপনাকে এরা 5 পয়েন্ট করে দিবে। বিশেষ করে এটা আমার খুব প্রিয় একটি Survey Job সাইট।আপনি চাইলে একদিনে 5 থেকে 10 ডলার ইনকাম করতে পারবেন।

Branded Survey

এই সার্ভিসটি অন্যতম একটি Survey Job সাইট যেখানে অনেক লোক কাজ করে। কিন্তু আপডেটের কারণে এখানে হয়তো খুব কম মানুষই এখন কাজ করে। কারণ বর্তমানে এখানে কাজ করতে হলে পার্মানেন্ট নাম্বার লাগে। যেটি অনেক ব্যয়বহুল এজন্য অনেক অনেক লোকজন এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু তারপরেই টি একটি অন্যতম Survey Job সাইট।

Eureka Survey

এই সাইটটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আপনাকে সাথে সাথে পেমেন্ট করে। অর্থাৎ আপনি যখন Withdraw দিবেন দেওয়ার 5 মিনিটের ভিতরে আপনি এটা থেকে Dollar  পেয়ে যাবেন।

উপরের সার্ভিসগুলো ছাড়াও অনেক Survey Job সাইট আছে যেগুলো খুব ভালো পেমেন্ট দেয়। এমন কিছু Survey Job সাইট।

PriceRebl Opinion Outpost VindleReserch E-Poll My survey Lifepoint


অনেকেই হয়তো আমার এই কথা শুনে এখনই ভিপিএন ইউজ করে Survey Job তে একাউন্ট করবেন। কিন্তু দুঃখের বিষয় এটা আপনি কোন পেমেন্ট পাবেন না আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে।

One thought on “Survey Job কি?কিভাবে Survey Job শুরু করবেন A-Z Tutorials

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *