মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আক্ষরিক অর্থে “স্প্রেডশিট” হলো ছককাটা বড় মাপের কাগজ, যেখানে হিসেবাদির কাজ সম্পন্ন হয়। কাগজের স্প্রেডশিটের ঠিক অনুরূপ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। বিশেষ কিছু কারিগরি দক্ষতা জানা থাকলে এই প্রোগ্রাম সহজেই ব্যবহার করা যায়।
Microsoft Excel Bangla Course Free Download
মাইক্রোসফট এক্সেল কোর্স : Microsoft Excel Bangla Course এর সম্পূর্ণ টিউটোরিয়াল এবং ডাউনলোড লিংক। এবং সেইসাথে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে মাইক্রোসফট এক্সেল কি? মাইক্রোসফট এক্সেল এর বৈশিষ্ট্য। এমএস এক্সেল দিয়ে কিভাবে সহজে হিসাব নিকাশ করা যায় সেইসব সকল এক্সেল সূত্র ।আমি এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর আদ্যোপান্ত। সকল খুঁটিনাটি। এবং কিভাবে সহজেই এক্সেল এক্সপার্ট হবেন সে বিষয়ে বিস্তারিত গাইড লাইন। তো চলুন শুরু করি।
মাইক্রোসফট এক্সেল
মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) এমন একটি প্রোগ্রাম যেটি দিয়ে হিসাব-নিকাশ, চিত্রায়ন, টেবিল তৈরি, মাইক্রো প্রোগ্রামিং ভাষা শেখা সহ অনেক কাজ করা যায়।Windows And Mac উভায় ব্যবহার করা যায়।
Microsoft Excel হল একটি স্প্রেডশীট যা Microsoft দ্বারা Windows, macOS, Android এবং iOS-এর জন্য তৈরি করা হয়েছে। এটিতে গণনা বা গণনার ক্ষমতা, গ্রাফিং সরঞ্জাম, পিভট টেবিল এবং অ্যাপ্লিকেশনগুলির জন্য ভিজ্যুয়াল বেসিক নামে একটি ম্যাক্রো প্রোগ্রামিং ভাষা রয়েছে। এক্সেল সফটওয়্যারের মাইক্রোসফট অফিস স্যুটের অংশ।
মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) কেন শিখবেন
হিসাব নিকাশের কাজ থেকে শুরু করে শিডিউল মেইনটেইন করা, কী করা যায় না এই স্প্রেডশিট সফটওয়্যারটি দিয়ে! বেশিরভাগ মানুষ দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এক্সেলের খুব সাধারণ ফিচারগুলোর মাধ্যমে কাজ করে থাকে। কিন্তু এক্সেলে এমন অসাধারণ সব টুল ও ফিচার রয়েছে যা দিয়ে অনেক সহজে ডেটা এনালাইসিস থেকে শুরু করে অনেক জটিল জটিল কাজও করে ফেলা যায়। আর তাই একাডেমিক থেকে কর্মক্ষেত্র, সব জায়গাতেই এম এস এক্সেল একটি গুরুত্বপূর্ণ স্কিল হিসেবে বিবেচিত হয়।
মাইক্রোসফট এক্সেল হলো এমন এক কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রাম যেখানে বিশাল সংখ্যা ডাটা সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়৷ এখানে বেসিক গাণিতিক ফাংশন থেকে শুরু করে জটিল পরিসংখ্যান বিশ্লেষণ পর্যন্ত ডেটা বাছাই এবং বিশ্লেষণ করার জন্য অসংখ্য ফিচার রয়েছে। এক্সেল এর কাজ কি অনেক? হ্যাঁ, অনেক৷ এটি সারা বিশ্ব জুড়ে সর্বাধিক ব্যবহৃত প্রোগ্রামগুলোর একটি। বলা হয়ে থাকে, চাকরি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্কিল হচ্ছে স্প্রেডশিট ও ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার স্কিল। এরপরেও অনেকেই এক্সেলের ফিচার দেখে ঘাবড়ে যাওয়ার ফলে এর কাজ কখনোই শেখেন না।
এক্সেল একেবারের প্রথমদিককার অনেকগুলো স্প্রেডশিট প্রোগ্রামের থেকে কিছু ভিন্ন ব্যবহারকারী ইন্টারফেস টুইক প্রদান করে, তবে মূল বিষয়গুলো এখনও অই স্প্রেডশিট সফটওয়্যারগুলোর মতই রয়ে গেছে। যেমন ভিসিক্যলকপ্রোগ্রামের কথা ধরা যাক, এটা সেলগুলোকে রো এবং কলামে সাজিয়ে রাখতো, এবং প্রত্যাকটা সেল ডাটা বা ফরমুলা সংরক্ষণের ক্ষমতা রাখতো, আবার যেগুলো অ্যাবসল্যুট কিংবা রিলেটিভ রেফারেন্স ধারণ করতে সক্ষম ছিলো, যে বিষয়গুলো এখনও এক্সেলে রয়েছে।
উইন্ডোজের জন্য এক্সেল ২.০ যেটা ম্যাকের একইধরণের একটি প্রোগ্রামেরই অনুকরণ, উইন্ডেজের জনপ্রিয়তা বাড়াতে একটি মোক্ষম অস্ত্র হিশেবে কাজ করেছে। মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডস সংস্করণ থাকলেও, মাইক্রসফট এক্সেলের ছিলো না।
এক্সেলই প্রথম কোন স্প্রেডশিট প্রোগ্রাম, যেটি ব্যবহারকারীকে স্প্রেডশিটের ফন্ট, ক্যারেক্টার অ্যাট্রিবিউট, সেলের রঙসহ বিভিন্ন কিছু পরিবর্তনের সুযোগ করে দেয়। ইন্টিলিজেন্ট সেল রিকম্পিউটেশন নামের একটি নতুন সুবিধাও এক্সেল চালু করে। অটোফিল নামের আরেকটি জনপ্রিয় স্প্রেডশিট বৈশিষ্ট্যও এক্সেল নিয়ে আসে।
মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel) Course দিয়ে কি কি শিখতে পারেবন
এই Course টি সম্পূর্ণ প্রোফেসনাল একটি Course।আশা করা যাই এই Course টি করে আপনারা অনেক উপক্রিত হবেন।Course টি তে যা যা সিখতে পারবেন।
- এক্সেল টিউটোরিয়াল
- এক্সেল এর সিট পিডিএফ বই
- এক্সেল এর সকল সূত্র
- এ টু জেড এক্সেল এর সকল টুলস
- অ্যাডভান্স লেভেলের ডাটা এনালাইসিস।
কিভাবে Microsoft Excel Course Bnagla Download করবেনঃ
- নিচের Download বাটন এ ক্লিক করতে হবে ,তারপরে Download করার জন্য আপনাকে কয়টি পেজ ভিসিট করতে হবে
- মুলুত এগুলো হল Ads পেজ, এই Ads পেজ এ Download লিঙ্ক লুকিয়ে আছে।
- Direct Link এ ক্লিক করে ডাউনলোড করে ফেলুন।
- কোন সমস্যা হলে কমেন্ট করুন।
Leave a comment